আমি বুঝিনা আমার ইতিহাস....শুধু অকারন হা-হুতাস
......................................................................................
অকারন পথচলা । অকারন কথা বলা । অকারনে তাকিয়ে থাকা নয়নে নয়ন রাখি ।
এমন হাজারও অকারনে জীবনের প্রতিটি পথ চলা । অনিশ্চয়তা প্রতি পদে পদে । বারবার স্বপ্ন দেখা , স্বপ্ন ছিড়ে ফেলা । অকারন নিকোটিনের পাহাড় গড়া এই শুন্য বালুচরে । বেদনার গান শোনা, অকারন কাব্য চর্চা অথবা আমি-তুমি লুকোচুরি খেলা । অপেক্ষার পর অপেক্ষা , একটি নতুন ভোরের (অকারন) ।অকারন ৩৫ মিলিমিটারে আনন্দ খোজা । অকারন তোমার সব কিছু মেনে নেওয়া । এবং বারবার অকারনে অকারনের ব্যাকরন পড়া ।
অবশেষে নিজেকে আবিস্কার করা ........... !!!! একজন ফেরারী